মুহাররম ১৪৩৭   ||   নভেম্বর ২০১৫

কুসংস্কার : রাতে নিম্নের কাজগুলো করা যাবে না

১. রাতে বাঁশ কাটা যাবে না।

২. রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না।

৩.রাতে নখ, চুল, গোঁফ ইত্যাদি  কাটা যাবে না।

৪. রাতে কোনো প্রকার ফল-ফসল  তোলা যাবে না ইত্যাদি।

অনেক এলাকার মানুষের মাঝেই  এগুলো এবং রাতকেন্দ্রিক  এরকম আরো কিছু বিষয়ের প্রচলন রয়েছে। কিন্তু এসব মনগড়া কথা, শরীয়তে এর  কোনো ভিত্তি নেই। কুরআন-হাদীসের  কোথাও এ ধরনের কোনো নিষেধাজ্ঞা  নেই। সুতরাং এ ধরনের বিশ্বাস পোষণ করা যাবে না।

এগুলো মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত বিষয়। কারো যদি দাফন ইত্যাদি  কাজের জন্য রাতেই বাঁশ কাটার প্রয়োজন হয়, তিনি কি তাহলে সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? এরকম অমূলক ধারণার কারণে দেখা যাবে তিনি বেশ  পেরেশানীর শিকার হবেন। তেমনি কারো যদি রাতে গাছ থেকে কোনো ফল বা কোনো সবজি তোলার প্রয়োজন হয়তাহলে কি তিনি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন?

 

মোটকথা এ ধরনের অমূলক ধারণার পিছে পড়া যাবে না।

 

 

advertisement