রবিউল আউয়াল ১৪৩১   ||   মার্চ ২০১০

আমরা হব তাঁদের মতো - জ্ঞানীর সাহচর্য

মুহাম্মাদ আওয়ামা

‘যেখানেই যাও, কোনো ফকীহ্র সান্নিধ্যে থেকো।’ দেড়শ হিজরীর আলিম আবদুল্লাহ বিন আবু মুসা তুসতারী রাহ. এই সুন্দর কথাটি শুনেছিলেন অনেক আগেই। শোনার পরই কথাটি মনে গেঁথে নিয়েছিলেন। তাই তিনি যেখানেই যেতেন, কোনো ফকীহ্র সোহবতে আসা যাওয়া করতেন। একবার তিনি বৈরুত এলেন। সেখানে তখন অবস্থান করছিলেন সিরিয়ার বিশিষ্ট ফকীহ ইমাম আওযায়ী রাহ. (১৫৭ হি.)। হযরত তুসতারীও নিয়মমতো তাঁর দরবারে হাজির হতে লাগলেন। একদিনের ঘটনা। ইমাম আওযায়ী রাহ. তুসতারীর খোঁজখবর নিচ্ছিলেন। জানতে পারলেন, তুসতারী একসময় অগ্নিপূজক ছিল, পরে মুসলমান হয়েছেন। তখন ইমাম আওযায়ী রাহ. তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কি বেঁচে আছেন? তুসতারী বললেন, জ্বী হ্যাঁ, তবে সে এখনো অগ্নিপূজা করে। আমি তাকে ইরাকে ছেড়ে এসেছি। ইমাম আওযায়ী রাহ. বললেন, তুমি যদি বাবার কাছে ফিরে যেতে, আল্লাহ হয়তো তোমার হাতে তার হিদায়াত রেখেছেন। আমি বললাম, আপনি কি মনে করেন, আমার জন্য এটি উত্তম?’ বললেন, হ্যাঁ। অতঃপর আমি বাড়িতে ফিরে এলাম। দেখলাম, আব্বা খুবই অসুস্থ। আব্বা আমাকে বললেন, বাবা! তোমার কী হালত? বললাম, আমি তো ইসলাম কবুল করেছি। তিনি বললেন, তোমার দ্বীনের কথা আমাকে বল। আমি ইসলাম ও মুসলিম সম্পর্কে তাকে জানালাম। তিনি বললেন, তুমি সাক্ষী থাক, আজ হতে আমিও মুসলমান। তুসতারী রাহ. বললেন, আমার আব্বা আমার হাতেই ইসলাম কবুল করলেন। অল্প দিন পরেই সেই অসুখেই তাঁর ইন্তেকাল হয়ে গেল। আমি তাঁকে দাফন করলাম। পুনরায় ইমাম আওযায়ী রাহ.-এর সোহবতে ফিরে এলাম। সূত্র : তারীখে কাবীর, ইবনে আবী খায়ছামা (পাণ্ডুলিপি ১৭) অনুবাদ : ইবনে দানিশ

 

advertisement