জুমাদাল উলা ১৪২৯   ||   মে ২০০৮

ইবলিসের বন্ধু ও শত্রু

নিশ্চয় জানতে ইচ্ছে হচ্ছে, কে ইবলিসের বন্ধু, আর কে তার শত্রু। তাম্বীহুল গাফেলীন গ্রন্থে বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে একটি গল্পের মতো করে। গল্পটি হল: এক বুযুর্গ ব্যক্তির সঙ্গে ইবলিসের দেখা হয়ে গেল।

বুযুর্গ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে?

সে উত্তর দিল-ইবলিস।

বুযুর্গ জিজ্ঞাসা করলেন- কেন এসেছিস?

সে উত্তর দিল- আল্লাহ তাআলা হুকুম করেছেন আপনার খেদমতে হাজির হতে এবং আপনি যে প্রশ্ন করবেন তার জবাব দিতে।

বুযুর্গ তখন বললেন, হে মালউন? সকল মানুষের মধ্যে তোর কত জন শত্রু রয়েছে?

ইবলিস জবাব দিল, পনেরজন। ১. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২. ন্যায়-পরায়ন শাসক ৩. বিনয়ী বিত্তবান ৪. সৎ ব্যবসায়ী ৫. অনুতাপ সম্পন্ন আলেম ৬. সহমর্মী মুমিন ৭. কোমল-হৃদয় মুমিন ৮. নিজের তওবার ওপর অটল থাকা তওবাকারী ৯. হারাম থেকে যে বেঁচে চলে ১০. যে মুমিন পবিত্রতার সঙ্গে থাকতে অভ্যস্ত ১১. বেশি পরিমাণে সদকা করে এমন মুমিন ১২. অপরের সঙ্গে সদাচারের সম্পর্ক রাখে এমন মুমিন ১৩. যে মুমিন অপরের উপকার করে ১৪. এমন হাফেযে কুরআন, যে তেলাওয়াতের পাবন্দী করে থাকে ১৫. মানুষের ঘুমানোর সময় যে উঠে ইবাদত করে।

এরপর বুযুর্গ তাকে জিজ্ঞাসা করলেন, তোর বন্ধু কারা?

ইবলিস বলল- দশ জন। ১. জালেম শাসক ২. অহংকারী ধনী ৩. খেয়ানতকারী ব্যবসায়ী ৪. মদ্যপ ৫. চোগলখোর ৬. ব্যাভিচারী ৭. এতীমের মাল গ্রাসকারী ৮. নামাযে অলসতাকারী ৯. যাকাত দেয় না যে ব্যক্তি ১০. যে ব্যক্তি দীর্ঘ দীর্ঘ আশার জাল (দুনিয়াবী বিষয়ে) বুনে।

এ লোকেরা আমার বন্ধু ও ভাই।  (সামান্য পরিবর্তিত) 

 

 

advertisement