যিলকদ ১৪২৯   ||   নভেম্বর ২০০৮

যেতে চাই

আবদুল্লাহ

মক্কায় যেতে ভাই মনে জাগে সাধ

আল্লাহর ঘর যেথা রয়েছে আবাদ।

আছে ধারা যমযম, ছাফা, মারওয়া

গারে ছৌর, গারে হেরা, মিনা-আরাফাহ

আল্লাহর খলীলের রয়েছে মাকাম

কালো পাথরের বুকে আল্লাহর নাম।

হৃদয়ের আঁখি জলে সিঞ্চিত ভূমি

স্নেহ, সাধ, ভালোবাসা হয় কুরবানী।

পিপাসিত শিশু-মুখ, অসহায় মাতা

নিবেদিতা মুমিনার অক্ষয় গাঁথা।

আল্লাহর রেযা চাই আর কিছু নয়

আল্লাহর নুসরত দেয় বরাভয়।

তারপর কত যুগ বয়ে যায় ধীরে

আধারের রাজ হয় কাবাঘর ঘিরে।

এল ফের রহমত, আসমানী ধারা

হেরার প্রভাত-আলো, পড়ে যায় সাড়া।

দূর হল ভয়-ডর, দূর হল জরা

শেষ নবী নূর-রবি আলোর মিনারা।

তাই ভাই, টানে জোর আরবের ভূমি

ধন্য যে ধুলিকণা পদদ্বয় চুমি।

ছোট হাত, ভেজা চোখ এই দুআ মুখে

নিয়ে যাও প্রভু মোরে আরবের বুকে।


 

 

advertisement