ভয়ংকর কী- এটম বোমা নাকি প্রোপাগান্ডা?
দুনিয়াটা গ্লোবাল ভিলেজ হয়ে যাওয়ার পর মিডিয়ার যাদুময়তা ও প্রভাব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়ে গেছে। উন্নত রাষ্ট্রগুলোর থিংট্যাংকসমূহ মাথা জমিয়ে বসে যায়, তাদের ভালোমন্দ দিকসমূহ নিয়ে চিন্তা করে, নিজেদের স্বার্থের অনুকূলে ঘটা না ঘটার সীমানা নির্ধারণ করে এবং তারই আলোকে নিজনিজ সরকার কিংবা পৃষ্ঠপোষকদের পরামর্শ দেয়। সে হিসেবে সংবাদকে নিজেদের স্বার্থ অনুযায়ী ইতিবাচক কিংবা নেতিবাচক ভঙ্গিতে নিজেদের কর্মীদের সাহায্যে প্রচার করে দেয়। এভাবে নিজেদের মর্জি মাফিক গণ-অনুভূতি নির্মাণ করে। গোটা মিডিয়াকে আজ এভাবেই তারা জালেমকে মজলুম, মজলুমকে জালেম, সত্যকে অসত্য, অসত্যকে সত্য এবং মরুভূমিকে পাহাড় ও পাহাড়কে ময়দান হিসেবে উপস্থাপন করতে নিয়োজিত করে দিয়েছে।
এভাবেই মিথ্যা প্রোপাগান্ডার সাহায্যে তারা বিশ্বের এতটাই ক্ষতি সাধনে সক্ষম হয়ে থাকে যে, কোনো এটম বোমাও ততটা করতে পারে না।
[করাচী থেকে প্রকাশিত উর্দু মাসিক আলবাইয়িনাত-এর অক্টোবর ০৮ সংখ্যার একটি নিবন্ধ থেকে চয়নকৃত]