আলকুরআনের অপর একটি নাম হল আলফুরকান। ফুরকান অর্থ পার্থক্যকারী। কুরআন যেহেতু সত্য-মিথ্যা ও ন্যায়-অন্যায়ের মাঝে পার্থক্য নির্ণয় করে দিয়েছে তাই এর একটি নাম আলফুরকান।
কুরআন যাকে সত্য বলেছে তা-ই সত্য। আর কুরআন যাকে মিথ্যা বলেছে তা-ই মিথ্যা। কুরআন যাকে ন্যায় বলেছে বাস্তবিক পক্ষে তা-ই ন্যায়। আর কুরআন যাকে অন্যায় বলেছে বাস্তবিক পক্ষে তা-ই হল অন্যায়। এজন্য কুরআনের নাম ফুরকান। কুরআন মজীদের বিভিন্ন আয়াতে এই নামটি উল্লেখিত হয়েছে।