একটি ভুল ধারণা : দুআয়ে কুনূত কি শুধু আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ...
বিতর নামাযের তৃতীয় রাকাতে ‘কুনূত’ (কুনূতের দুআ) পড়া জরুরি। এর বিভিন্ন দুআ রয়েছে : একটি হচ্ছে ‘আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া ... ’ আরেকটি হল, ‘আল্লাহুম্মাহদিনী ফীমান হাদাইত্ ... ’ এ ধরনের আরো দুআ রয়েছে। যেকোনো দুআ পড়া যায়। বরং কুরআন-হাদীসের যেকোনো দুআ পড়ার দ্বারাও কুনূতের ওয়াজিব আদায় হয়ে যায়। কেউ কেউ প্রথম দুআটিকেই একমাত্র দুআ মনে করেন। তাদের ধারণা এটা ছাড়া ‘কুনূত’ আদায় হয় না। এই ধারণা ঠিক নয়। যেকোনো মা’ছূর ও মাসনূন দুআর দ্বারা ওয়াজিব কুনূত আদায় হয়।