আরেকটি ভুল ধারণা : খাজা আবদুল্লাহ কি ভাইদের মধ্যে সবার বড় ছিলেন
উর্দূ বা বাংলা ভাষায় রচিত সীরাতের কিতাবসমূহে লেখা থাকে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচা নয়জন। যেহেতু পিতার বড় ভাইদেরকে ‘তায়া’ বাংলায় জ্যাঠা বলা হয় তাই কারো কারো ধারণা হয়েছে যে, খাজা আবদুল্লাহ (রাসূলুল্লাহর পিতা) বয়সের দিক থেকে আবদুল মুত্তালিবের সন্তানদের মধ্যে সবার বড় ছিলেন। এই ধারণা ঠিক নয়। আবদুল মুত্তালিবের পুত্রদের মধ্যে সবার বড় হলেন হারিস। (সুবুলুল্-হুদা ওয়ার-রাশাদ, খন্ড : ১১, পৃষ্ঠা : ৮২)