একটি ভুল ধারণা : প্রজাপতিকে পানি পান করালে মৃত ব্যক্তিকে পান করানো হয়
কখনো কখনো ঘরে বড় ধরনের প্রজাপতি আসে। তখন অনেককে বলতে শোনা যায়, এটা অমুকের রূহ। এর গায়ে সামান্য পানি ছিটিয়ে দিলে মৃত ব্যক্তিকে পানি পান করানো হবে। বা এধরনের বড় প্রজাপতির প্রতি বিশেষ আচরণ দেখানো হয়।
এটি একটি অমূলক ধারণা। প্রজাপতির সাথে রূহের কী সম্পর্ক? তাছাড়া কোনো প্রাণীর ছুরতে বা অন্য কোনোভাবে রূহ দুনিয়াতে আসার কোনোই ভিত্তি নেই। সুতরাং এজাতীয় ভিত্তিহীন ধারণা
পরিহার করা জরুরি।