শাবান ১৪৪৫ || ফেব্রুয়ারি ২০২৪

সালাহুদ্দিন - ফরিদপুর

৬৩৭৫. প্রশ্ন

আমার এক বন্ধু আমার কাছে পঞ্চাশ হাজার টাকা ঋণ চায়। আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমি তাকে ঋণ দিতে চাচ্ছিলাম না। একপর্যায়ে সে আমাকে বলে, তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা ঋণ দাও; আমি তোমাকে পঁয়তাল্লিশ হাজার টাকা ফেরত দেব। আর পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ মণ ধান দেব। (যার মূল্য প্রায় দশ হাজার টাকা)

জানতে চাই, এভাবে ঋণ দেওয়া কি আমার জন্য বৈধ হবে?

উত্তর

প্রশ্নোক্ত চুক্তিটি বৈধ হবে না। কেননা এটি ঋণ লেনদেন করে ঋণদাতাকে অতিরিক্ত প্রদান করার একটি অবৈধ হীলা ও অপকৌশল, যা শরীয়তসম্মত নয়। তাই এমনটি করা থেকে বিরত থাকতে হবে।

মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২১০৭৮; কিতাবুল আছল ৩/২৪; আলমুহীতুল বুরহানী ২১/৬৭; আলবাহরুর রায়েক ৬/১২৩; আদ্দুররুল মুখতার ৫/১৬৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন