যিলহজ্ব ১৪৩৪   ||   অক্টোবর ২০১৩

একটি বলার ভুল : আলাইহিস সাল্লাম

আমাদের নবীজীর নাম উচ্চারণ করলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবীগণের নাম উচ্চারণ করলে বলি, আলাইহিস সালাম। কয়েকজন নবীর নাম উচ্চারণ করলে আলাইহিমুস সালাম। কিন্তু কিছু মানুষ সাল্লাম ও সালাম-এর মাঝে পার্থক্য করতে পারেন না। ফলে দ্বিতীয় ক্ষেত্রে আলাইহিস সালাম-এর স্থলে আলাইহিস সাল্লাম বলেন, যা সম্পূর্ণ ভুল।

সঠিক উচ্চারণ হল, প্রথমটির শেষ শব্দ হল সাল্লাম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), আর দ্বিতীয়টির শেষ শব্দ হল সালাম (আলাইহিস সালাম)। 

 

 

advertisement