নসীহতের পদ্ধতি
এ দু’ টো বিষয় না হলে নসীহত ফলদায়ক হওয়ার আশা করা উচিত নয়। নসীহতের ক্ষেত্রে সহজ কিছু নীতি এখানে উল্লেখ করছি :
- ১. সর্বাবস্থায় ধৈর্য্যশীল হওয়া প্রয়োজন। যাকে নসীহত করা হচ্ছে সে তা গ্রহণ করবেই এমন মনে করা উচিত নয়। তদ্রূপ তাৎক্ষণিকভাবে নসীহত গ্রহণ না করলেও হতাশ হওয়া উচিত নয়। কেননা, হতে পারে এ মুহূর্তে সে তা গ্রহণ করেনি, কিন্তু এক সময় করবে। তদ্রূপ একজন গ্রহণ না করলে অন্যজন করবে।
- ২. নসীহতের ক্ষেত্রে নম্রতা ও কোমলতা অপরিহার্য। সর্বদা ক্রদ্ধ হওয়া বা কঠিন বাক্য ব্যবহার করা উচিত নয়। এতে বিরক্তি ও দূরত্ব সৃষ্টি হতে পারে। অন্যদিকে কোমলতা নৈকট্য ও মুহব্বত সৃষ্টি করে।
- ৩. সালাফে সালেহীনের কর্ম ও সাধনা এবং ত্যাগ ও মুজাহাদা বেশি বেশি আলোচনা করা উচিত।
- ৪. ভুল-ত্রুটি সংশোধনের ক্ষেত্রে সাবধানতার পরিচয় দেওয়া প্রয়োজন।