জুমাদাল উখরাাহ ১৪৩৪   ||   এপ্রিল ২০১৩

২৪/৪/৩৪ হি., ৭/৩/১৩ ঈ., বৃহস্পতিবার

আজ মাসিক মুহাযারা অনুষ্ঠিত হয়। আজকের মুহাযারা পেশ করেন মারকাযের মুদীর মুফতী আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ দামাত বারাকাতুহুম। গত মাসের আলোচ্য বিষয় ‘ধর্মনিরপেক্ষতাবাদ’-এর অবশিষ্ট আলোচনা আজ অনুষ্ঠিত হয়। তিনি ধর্মনিরপেক্ষতাবাদের ইতিহাস, প্রেক্ষাপট ও স্বরূপ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, মূলত ‘ধর্মনিরপেক্ষতা’ একটি জাগতিক রাজনৈতিক দর্শন। পাশ্চাত্য এটিকে আবিষ্কার করেছে গির্জার প্রভাব থেকে দূরে থেকে নিজেদের অবাধ পার্থিব ভোগ-বিলাসের সুবিধার জন্য। ধর্মনিরপেক্ষতাবাদ খুব আগের বিষয় নয়। আমাদের দেশে এটা শুরু হয়েছে ১৯৭২ সনে। ইউরোপ আমেরিকার অনুসরণে কুরআন-সুন্নাহ ও ইসলাম থেকে মুখ ফিরিয়ে মনগড়া পন্থায় রাষ্ট্র ও সমাজ পরিচালনার উদ্দেশ্যেই এদেশে এ মতবাদের চর্চা শুরু হয়।

বিস্তারিত আলোচনার পর তিনি ধর্মনিরপেক্ষতাবাদীদের যুক্তি ও তার অসারতা তুলে ধরেন। এবং অনেকের মাঝে এ বিষয়ে বিরাজমান বিভিন্ন ভুল বুঝাবুঝির কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন। শেষের দিকে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়। 

 

 

advertisement