একটি ভুল ধারণা : টাখনুর উপর কাপড় কি শুধু নামাযের সময়?
অনেক সময় দেখা যায় জামাত শুরু হওয়ার আগে মুসল্লীদের কেউ কেউ নিজেদের পাজামা, প্যান্ট ইত্যাদি টাখনু গিরার উপর তুলে নিচ্ছেন বা ইমাম সাহেব বলে দিচ্ছেন, কাপড় টাখনুর উপর তুলে নিন। এতে মনে হয় যেন শুধু নামাযের সময়ই কাপড় টাখনুর উপর তুলতে হবে; এ বিষয়টি শুধু নামাযের সাথে সম্পৃক্ত, আসলে বিষয়টি
এমন নয়।
নামাযের ভিতরে-বাইরে সর্বাবস্থায় কাপড় টাখনুর নিচে পরা কবীরা গুনাহ। এ বিষয়ে হাদীস শরীফে কঠোর হুশিয়ারি উচ্চারিত হয়েছে। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লুঙ্গির (কাপড়ের) যে অংশ টাখনুর নিচে থাকবে তা জাহান্নামে যাবে। -সহীহ বুখারী, হাদাীস ৫৭৮৭
আরেক হাদীসে এসেছে, যে ব্যক্তি অহংকার বশত কাপড় টাখনুর নিচে ঝুলিয়ে পরবে, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে ফিরেও তাকাবেন না। -সহীহ বুখারী, হাদীস ৫৭৯১; সহীহ মুসলিম, হাদীস ২০৮৫
সুতরাং এ বিষয়ে নিজেও সতর্ক থাকা এবং অন্যদেরও সঠিক বিষয়টি বুঝিয়ে দেয়া জরুরী।