রজব ১৪৩০   ||   জুলাই ২০০৯

একটি ভুল প্রচলন : বিবাহের ইজাব-কবুলের পর সালাম-মুসাফাহা কি সুন্নত?


কারো সঙ্গে দেখা হলে সর্বপ্রথম আমল হচ্ছে সালাম।

السلام قبل الكلام

সালামের স্থান কুশল বিনিময়েরও পূর্বে। এ বিষয়টি সকলেরই জানা আছে। মুসাফাহাও সাক্ষাতের শুরুতেই করতে হয়। এখন এ কথা সুষ্পষ্ট যে, বিবাহের অনুষ্ঠান চলাকালে বর তো মজলিসের শুরুতেই উপস্থিত হয়। আর আসার পর সালাম-মুসাফাহাও অবশ্যই করে থাকে। কিন্তু অনেক জায়গায় এই প্রচলন দেখা যায় যে, বিবাহের খুতবা ও ইজাব-কবুল হওয়ার পর বর দাঁড়িয়ে উপস্থিত সবাইকে সালাম দেয় এবং বিশেষ বিশেষ ব্যক্তির সঙ্গে মুসাফাহা-মুআনাকা করে। যদি সে নিজে না করে তবে কোনো মুরববী তাকে ইশারা করে বলে, সবাইকে সালাম দাও। এটি অন্যান্য রসম-রেওয়াজের মতো একটি রসম। এটি সুন্নত নয়, আবার যুক্তিযুক্ত কোনো কাজও নয়। ইজাব-কবুলের পর সুন্নত আমল হচ্ছে, নব দম্পতির জন্য বরকতের দুআ করা। যে দুআর বাক্য হাদীসে এভাবে এসেছে,

بارك الله لك وبارك عليك وجمع بينكما في الخير

(জামে তিরমিযী, হাদীস : ১০৯১)

 

 

advertisement