জুমাদাল উলা-১৪৩৩   ||   এপ্রিল-২০১২

একটি ভিত্তিহীন ধারণা : মুত্তালিব নাম আসমায়ে হুসনা’র অন্তর্ভুক্ত নয়

আবদুল মুত্তালিব নাম রাখার বিধান

রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দাদার নাম ছিল শায়বা। তিনি ছোট থাকতেই তাঁর পিতা হাশিমের ইন্তেকাল হয়ে যায় এবং তিনি নানার বাড়িতে লালিত-পালিত হতে থাকেন। তিনি যখন বালেগ হওয়ার কাছাকাছি বয়সে উপনীত হলেন তখন তাঁর চাচা মুত্তালিব তাকে আনার জন্য মদীনায় গেলেন। ভাতিজাকে উটের পিছনে বসিয়ে তিনি যখন মক্কায় প্রবেশ করছিলেন, তখন যাদের জানা ছিল না তারা ভাবল যে, মুত্তালিব সফর থেকে একটি গোলাম খরিদ করে এনেছেন। তারা শাইবাকে আবদুল মুত্তালিব (মুত্তালিবের গোলাম) বলে ডাকতে লাগল। তিনি মানুষকে যতই বললেন, সে আমার ভাতিজা, আমার ভাই হাশেমের পুত্র, কিন্তু শাইবা আবদুল মুত্তালিব নামেই প্রসিদ্ধ হয়ে গেলেন।

যারা হাকীকত জানে না এবং আল্লাহ তাআলার আসমায়ে হুসনা সম্পর্কেও যাদের তেমন জানাশোনা নেই তারা কখনো কখনো নিজেদের সন্তানের নাম রাখেন আবদুল মুত্তালিব। তারা হয়তো মনে করে থাকবেন যে, মুত্তালিব আল্লাহ তাআলার কোনো গুণবাচক নাম। অতএব আবদুর রহমান, আবদুর রহীমের মতো আবদুল মুত্তালিবও কারো নাম হতে পারে!

এ ধারণা ঠিক নয়। মুত্তালিব আল্লাহ তাআলার আসমাউল হুসনার অন্তর্ভুক্ত নয়। সুতরাং এ নাম রাখা যাবে না। 

 

 

advertisement