সফর-১৪৩৩   ||   জানুয়ারি-২০১২

একটি ভুল দরূদ : দরূদে হাজারী সঠিক দরূদ নয়

 

অযিফার অনির্ভরযোগ্য কোনো কোনো পুস্তিকায় বা পৃথক আকারে প্রকাশিত লিফলেটে দরূদে হাজারী নামের একটি দরূদ কোনো কোনো হলকায় প্রচার করা হয়। এই দরূদ কোনো সহীহ হাদীসে বর্ণিত হয়নি এবং তা কোনো আল্লাহওয়ালা বুযুর্গেরও রচিত দরূদ নয়। এতে না আছে দরূদের নূর, না আছে সাহিত্যের মাধুর্য। বরং এর ভাষায় রয়েছে অসৌজন্যতা। তাই এই দরূদ পাঠ থেকে বিরত থাকা জরুরি। আর এটিকে কুরআন-হাদীসের মাছুর দরূদ মনে করা সম্পূর্ণ নাজায়েয। 

 

 

 

advertisement