শাবান-রমজান ১৪৩০   ||   আগষ্ট-সেপ্টেম্বর ২০০৯

একটি ভুল কাজঃ জানাযার প্রতি তাকবীরে আকাশের দিকে চোখ ওঠানো

ভুলের কোনো শেষ নেই। কোনো কোনো ভুল এতই আজব হয় যে, যাদেরকে আল্লাহ তাআলা তা থেকে নিরাপদ রেখেছেন তারা তা চিন-াও করতে পারেন না এবং এমন ভুল হতে পারে বলে বিশ্বাসও করতে পারেন না। সম্ভবত এ ধরনের একটি ভুল, যা কারো কারো মধ্যে লক্ষ্য করা গেছে এই যে, তারা জানাযার নামাযের প্রতি তাকবীরের সময় আকাশের দিকে চোখ তুলে তাকায়। তাদের ধারণা, জানাযার নামাযে এরূপ করা চাই! এই ধারণা ভুল। নামাযের অন্যান্য সময়ের মতো তাকবীর বলার সময়ও দৃষ্টি যমীনের দিকে থাকবে। এ সময় দৃষ্টিকে ওপরের দিকে ওঠানো যেমন খেলাফে সুন্নত তেমনি অযৌক্তিকও বটে। আর যদি এর পিছনে কোনো ভিত্তিহীন বিশ্বাস থাকে তবে তো বিষয়টা আরো মারাত্মক।

 

advertisement