যিলহজ্ব-১৪৩২   ||   নভেম্বর-২০১১

একটি ভুল মাসআলা : আততাহিয়্যাতুর শুরুতে কি আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হয়

কিছুদিন আগে এক দ্বীনী ভাইয়ের সাথে আলোচনা হচ্ছিল। তিনি বললেন, আমি তো মনে করতাম যে, আততাহিয়্যাতু, দরূদ শরীফ ইত্যাদির শুরুতেও আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়া মুস্তাহাব!! তার মতো অন্য কেউ হয়ত এই ভ্রান্তির শিকার হয়ে থাকবেন তাই এ বিষয়ে লিখছি।

মনে রাখা উচিত যে, আততাহিয়্যাত, দরূদ শরীফ কিংবা দুআর শুরুতে চাই তা নামাযের ভিতর হোক বা বাইরে, আউযুবিল্লাহ অথবা বিসমিল্লাহ পড়া মুস্তাহাব নয়; বরং এসব ক্ষেত্রে আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়তেই হয় না। এই দুটি জিনিস তো তাকবীরে তাহরীমার পর ছানা শেষ করে পড়তে হয়। (যার জন্য তা পাঠের বিধান আছে)

 

 

advertisement