রবিউল আখির ১৪৩২   ||   মার্চ-২০১১

এটি হাদীস নয় : من عمل بما علم ورثه الله علم مالم يعلم

 

যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে আল্লাহ তাকে না জানা বিষয়ের ইলম দান করেন

লোকমুখে এটি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীস হিসেবে প্রসিদ্ধ। কিন্তু হাদীস বিশারদদের মত হল, এটি হাদীস নয়। কারণ নবীজী পর্যন্ত এর নির্ভরযোগ্য কোনো সূত্র নেই। যে সূত্রে এটি বর্ণিত হয়েছে-তাকে জাল সাব্যস্ত করে হাফেয আবু নুআইম রাহ. স্পষ্ট ভাষায় বলেন,

ذكر أحمد بن حنبل هذا الكلام عن بعض التابعينعن عيسى بن مريم عليه السلام فوهم بعض الرواة أنه ذكره عن النبي صلى الله عليه وسلم فوضع هذا الإسناد عليه لسهولته وقربه وهذا الحديث لا يحتمل بهذا الإسناد عن أحمد.

(হিলয়াতুল আওলিয়া ১০/১৫; রিসাতুল মুসতারশিদীন পৃ. ১৫৫)

এই কারণে অন্যান্য মুহাদ্দিসগণও তাদের মাওযূআত বিষয়ক কিতাবাদিতে তা লিপিবদ্ধ করেছেন। (দেখুন : আলফাওয়াইদুল মাজমুআ ২/৩৬৭; আলআসরারুল মারফূআ ২৩৫; তাযকিরাতুল মাওযূআত ২০)

অতএব উল্লেখিত কথাটিকে হাদীস হিসেবে উদ্ধৃত করা ঠিক নয়।

 

 

 

advertisement