রবিউল আখির ১৪৩২   ||   মার্চ-২০১১

একটি ভুল কথা : হাত চুলকালে টাকা আসে

 

কারো হাত বা হাতের তালু চুলকালে বলা হয় যে, তার হাতে টাকা বা অর্থ-কড়ি আসছে!

বাস্তবে এটি একটি ভিত্তিহীন কথা। হাত বা হাতের তালু চুলকানোর সাথে টাকা-পয়সা আসা-যাওয়ার কোনোই সম্পর্ক নেই। অতএব এই ধরনের অবাস্তব ও অযৌক্তিক কথা পরিহার করা উচিত।  

 

 

 

 

advertisement