একটি ভুল মাসআলা: বছরের শুরু-শেষের মধ্যে সম্পদের সর্বনিম্ন পরিমাণের যাকাত দেওয়া
কানাডা-প্রবাসী এক ভাই জানালেন, সে দেশের কিছু ইসলামী সংগঠনের পক্ষ হতে সরবরাহকৃত যাকাতের হিসাব সহজে বের করার নকশাসম্বলিত কাগজে লেখা আছে যে, যাকাত দেওয়ার ক্ষেত্রে বছরের শুরু ও শেষ উভয় সময়ের মধ্যে সম্পদের যে পরিমাণ সর্বনিম্ন সে হিসাবে যাকাত ওয়াজিব হয়। অতএব যাকাতদাতাকে এই সর্বনিম্ন পরিমাণ সম্পদের যাকাত দিতে হবে। বছরের শেষে এই পরিমাণের চেয়ে সম্পদ বেশি থাকলেও।
এটি সঠিক মাসআলা নয়; সঠিক মাসআলা হল, যাকাত-বর্ষ পূর্ণ হওয়ার সময় যে পরিমাণ সম্পদ থাকবে তার যাকাত আদায় করতে হবে। বছরের শুরুতে ও মাঝে সম্পদ কম থাকুক বা বেশি। যেমন বছরের শুরুতে মুহাম্মাদ আলী সাহেবের কাছে পঞ্চাশ হাজার টাকার সম্পদ ছিল। বছরশেষে দেখা গেল, তার সম্পদের পরিমাণ পঞ্চান্ন হাজার টাকা। তাহলে এখন তাকে পঞ্চান্ন হাজার টাকার যাকাত আদায় করতে হবে। বছরের শুরু কিংবা শুরু-শেষের মাঝে সর্বনিম্ন পরিমাণের হিসাবে নয়।
এই মাসআলা হাদীস, আছার ও ফিকহে ইসলামীতে স্পষ্টভাবে বলা আছে। অতএব মাসআলা দেওয়া ও প্রচার করাসহ দ্বীনী যেকোনো কাজে সকলের সতর্কতা অবলম্বন করা জরুরি।