জুমাদাল আখিরাহ ১৪৩১   ||   জুন ২০১০

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি খোলা চিঠি

সচেতন মুসলিম জনতা

মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করেছি যে, বিগত ১লা জানুয়ারি ডেইলি স্টার পত্রিকায় আইসিডিডিআরবি নামক একটি সংস্থা বাংলাদেশে সমকামিতা প্রসারের জন্য স্বাস্থ্যসেবা সংস্থা ও এনজিও নিয়োগ করতে চাচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে, এই প্রজেক্টে যে অর্থ ব্যয় হবে তা গ্লোবাল ফান্ড নামক সংস্থা বাংলাদেশ সরকারকে দান করেছে। এই প্রজেক্টের ১৫০ কোটি টাকা আইসিডিডিআরবির পরিকল্পনা মতে পুরুষে পুরুষে যৌনকর্মের সরঞ্জাম ক্রয় করতে এবং বাংলাদেশে আমেরিকার মত পুরুষে পুরুষে বিবাহ আইনগতভাবে বৈধতা দানের আন্দোলনে ব্যয় হবে। এই অর্থ ব্যয়ে ৬৫টি ড্রপ ইন সেন্টার নামক সমকামিতা-কেন্দ্রও প্রতিষ্ঠা করা হবে। উপরোক্ত কাজগুলো আইসিডিডিআরবির কর্তাব্যক্তিরা বাংলাদেশের সমকামী ও হিজড়া সমকামীদের নেতাদের দ্বারা প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে করাবে বলে ঠিক করে রেখেছে। আপনার সদয় অবগতির জন্য আরো জানাচ্ছি যে, বিগত কয়েক বছর ধরে সেভ দ্যা চিলড্রেন নামক একটি আমেরিকান সংস্থা গ্লোবাল ফান্ড-এর টাকাতেই ১৫০টি পতিতা-কেন্দ্র বা পতিতাদের ড্রপ ইন সেন্টার স্থাপনের মাধ্যমে তাদের কনডম সরবরাহ করছে এবং অবৈধ ও অনৈতিক কর্মের ফলে যে যৌনরোগ হচ্ছে তার চিকিৎসা দিচ্ছে। এই সেভ দ্যা চিলড্রেন ইউএসএ হোটেলে হোটেলে কনডম সরবরাহ করছে যাতে কলেজ-পড়ুয়া ও পাড়া-মহল্লার মেয়েরা এবং পতিতারা নিরাপদে তাদের খদ্দেরদের সাথে ফূর্তি করতে পারে। উপরোক্ত কাজে ইতিমধ্যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এনজিওদের মাধ্যমে ৫০০ কোটি টাকা ব্যয় করেছে এবং আরো ৫০০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একজন মুসলমান হিসাবে আমাদের প্রশ্ন : ১. উপরোক্ত কাজগুলো কি ইসলাম অনুমোদন করে? আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম কি ইসলাম নয়? একজন মুসলমান রাষ্ট্রনায়ক হিসাবে কি আপনি এইকাজগুলো সমর্থন করতে কিংবা অবাধে চলতে দিতে পারেন? ২. সমকামিতা ও পতিতাবৃত্তি প্রসারে কেন্দ্রপরিচালনার মতো জঘন্য কাজ বাংলাদেশের বর্তমান কোনো আইন সমর্থন করে কি? দেশের আইনে অবাধে সমকামিতা ও পতিতাবৃত্তির সুযোগ না থাকলে কেন আপনার শাসনামলে এই অনৈসলামিক কাজ চলছে? মাননীয় প্রধানমন্ত্রী, ধর্মনিরপেক্ষতা মানে কি ধর্মের তোয়াক্কা না করে ঘৃণ্য ও জঘন্য সব কাজ নির্বিঘ্নে করার স্বাধীনতা? ৩. সমকামী ও পতিতা কেন্দ্রগুলোর সাইনবোর্ডে বাংলাদেশে মানচিত্র খচিত গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম থাকে। আপনার প্রতি আমাদের প্রশ্ন, বাংলাদেশ সরকারের মনোগ্রাম কি সমকামিতার মতো অশ্লীল ও ঘৃণিত কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহার হতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী, দেশে এই ধরনের পাপাচার ক্রমশ বেড়ে যাওয়ায় আমরা শঙ্কিত ও আতঙ্কিত। কারণ এর ফলে এ দেশের উপর আল্লাহর গজব নেমে আসতে পারে যেমন নেমে এসেছিল লূত আ.-এর বিপদগামী সমপ্রদায়ের উপর। আমরা আপনার কাছে একজন মুসলমান হিসাবে আশা করব, সকল অনৈসলামিক ও বিকৃত কর্মকাণ্ড বন্ধ করবেন এবং বিদেশী প্রভুদের দেওয়া অর্থ ও পুরষ্কারের লোভে আপনার শাসনামলে কেউ যেন দেশ ও ইসলামের ক্ষতি করতে না পারে সেজন্য পদক্ষেপ নিবেন।

বিনীত নিবেদক

সচেতন মুসলিম জনতা

এখানে দ্যা ডেইলি স্টারে প্রকাশিত আইসিডিডিআরবি-এর প্রস্তাবনার অংশ বিশেষ তুলে দেওয়া হল :

Request For Proposal (RFP)              Ref : ICDDRB/PO/OTM/09/05 January 1, 2010 1. International Centre for Diarrhoeal Disease Research Bangladesh (ICDDR,B) as principal Recipient (PR) is in the process of receiving a grant from the Global Fund to fight AIDS. Tuberculosis and Malaria (GFATM) for the project titled `Expanding HIV Prevention Project’ Under rolling Continuation Channel (RCC). ICDDR,B intends to apply part of the funds to cover eligible payments under the contract for which this Request for Proposal (RFP) is issued. 2. ICDDR,B now invites sealed Proposals from any interested Private Health Organization. Non-Government Organizations (NGOs). Community Based Organizations (CBOs). who fulfil the criteria mentioned in paragraph 4 of this advertisement. in response to the RFP for selection of Sub-recipients to provide services for the following packages. Package : 1. Providing HIV Prevention services with males having sex with males (MSM) and transgender (hijra) in Bangladesh (Dhaka, Chittagong and Sylhet divisions). Package : 2. ... (Rajshahi, Khulna and Barishal divisions). Package : 3. ... 3. Service package (Brief discriptions) : Main objective of the package 1 & the package 2 is to increase the coverage of the Prevention services for MSM & hijra across the country. For this Prevention services including education, condom & lubricant promotion and male sexual health services will be provided through drop in centres (DICs) for MSM & hijra. Most of the services will be provided through outreach activities which will be done mainly by peer educators. Local level advocacy with community and law enforcement agency will be conducted. Legal support will be provided as and when required. Package : 1 will provide services through 20 DICs for MSM and 13 DICs for hijra. Package : 2 will provide services through 19 DICs for MSM & 13 DICs for hijra. ... The daily star, Dhaka, Friday, January 01,2010

 

advertisement