সফর ১৪৩৮   ||   নভেম্বর ২০১৬

একটি ভুল ধারণা : এশার নামাযের মাকরূহ ওয়াক্ত শুরু হয় কি রাত ১২টার পর থেকে?

কিছু মানুষের ধারণা, এশার নামাযের মাকরূহ ওয়াক্ত শুরু হয় রাত ১২টার পর থেকে। এ ধারণাটি ঠিক নয়। কারণ, এশার নামাযের মাকরূহ ওয়াক্ত শুরু হয় মধ্যরাতের পর থেকে। আর মধ্যরাত শুরু হয় সূর্যাস্ত ও সুবহে সাদিকের মাঝামাঝি সময় থেকে। আমাদের দেশে মওসুম ভেদে মধ্যরাত শুরু হয় কখনো এগারটা থেকে কখনো সাড়ে এগারটা থেকে বা তার দু-দশ মিনিট আগে পরে। যেমন, কোনো মওসুমে যদি সূর্যাস্তের সময় হয় ৫ : ১৪ মি: এবং পরের দিন সুবহে সাদিকের সময় হয় ৪ : ৪৯ মি: সে হিসেবে মধ্যরাত শুরু হবে ১১ : ০২ মি: থেকে। তেমনি কোনো মওসুমে যদি সূর্যাস্তের সময় হয় ৬ : ০২ মি: এবং সুবহে সাদিকের সময় হয় ৫ : ০৫ মি: সে হিসেবে মধ্যরাত শুরু হবে ১১ : ৩৪ মি: থেকে। সুতরাং রাত ১২টা থেকে মধ্যরাত শুরু হয়- এ ধারণা ঠিক নয়। বরং কোনো মৌসুমে ১১টা বা তার পর থেকে শুরু হয় আবার কোনো মৌসুমে ১১ : ৩০ মি: বা তার দু-দশ মিনিট আগে পরে।

(এটা ঢাকার সময় হিসেবে। অন্যান্য জেলার হিসেবে পাঁচ দশ মিনিট কমবেশি হবে। যে এলাকার জন্য দশ মিনিট যোগ করতে হয় সে এলাকা হিসেবে সর্বোচ্চ সময় পৌনে বারটাও হয়।)

 

 

advertisement