যিলহজ্ব ১৪৩৭   ||   সেপ্টেম্বর ২০১৬

একটি ভুল নাম : আব্দুন নবী

 

আমাদের সমাজে কোনো কোনো মানুষের এই নাম বা এ ধরনের নাম শোনা যায়। এভাবে কারো নাম রাখা ঠিক নয়।

আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা আর আব্দুন নবী অর্থ নবীর বান্দা। কোনো মানুষ নবীর বান্দা হতে পারে না; নবীর উম্মত। হাঁ, আব্দুন নবী এর আরেকটি অর্থেরও অবকাশ আছে। তা হল, নবীর গোলাম, কৃতদাস। কিন্তু প্রথম অর্থ ওটাই যা আগে উল্লেখ করা হয়েছে। তাছাড়াও হাদীস শরীফে এসেছে- আল্লাহ ছাড়া কারো সাথে আব্দশব্দযুক্ত নাম নবীজী পরিবর্তন করে দিয়েছেন।

প্রসিদ্ধ সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রা.-এর নাম ছিল, আবদে আম্র (আমরের বান্দা)। কোনো কোনো বর্ণনায় রয়েছে, তাঁর নাম ছিল, আব্দুল কাবা (কাবার বান্দা)। ইসলাম গ্রহণের পর নবীজী তাঁর এ নাম পরিবর্তন করে রাখলেন, আবদুর রহমান (রহমানের বান্দা-আল্লাহর বান্দা)। -মুসতাদরাকে হাকেম, হাদীস ৭৭৩১, ৫৩৩৫; মুজামে কাবীর, তবারানী, হাদীস ২৫৩, ২৫৪

আরেক সাহাবীর নাম ছিল আব্দুল হাজার (পাথরের বান্দা)। নবীজী শুনলেন- তাকে আব্দুল হাজার বলে ডাকা হচ্ছে।  তাকে ডেকে বললেন, তোমার নাম কী? সে বলল, আব্দুল হাজার। তখন নবীজী বললেন, বরং তুমি আব্দুল্লাহ (আল্লাহ্র বান্দা)। -আলআদাবুল মুফরাদ, হাদীস ৮১১; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস ২৫৯০১

সুতরাং শুধু নবী শব্দই নয়, আল্লাহ ছাড়া আর কারো সাথে আব্দ শব্দ যোগ করে নাম রাখা ঠিক নয়।

 

 

 

advertisement