একটি ভুল উচ্চারণ : তাহাজ্জুতের নামায
রাতের শেষ প্রহরে বা গভীর রাতে ঘুম থেকে জেগে যে নামায পড়া হয় তাকে তাহাজ্জুদের নামায বলা হয়। এর আরবী পাঠ হল, تَهَجُّد (তাহাজ্জুদ)।
কিন্তু কিছু কিছু মানুষ এ শব্দটিকে ‘তাহাজ্জুত’ (تَهَجُت) উচ্চারণ করেন। এটি ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হল, তাহাজ্জুদ।