শাওয়াল ১৪৩০   ||   অক্টোবর ২০০৯

হযরত মাওলানা সরফরায খান ছফদর রাহ.-এর তাসানীফের তালিকা

মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ

(পূর্ব প্রকাশিতের পর) ১১. ‘তানকীদে মাতীন বর তাফসীরে নায়ীমুদ্দীন’ জনাব আহমদ রেযা খান-এর ‘কুরআন তরজমা’ এবং তার শীষ্য নায়ীমুদ্দীন মুরাদাবাদী সাহেবের ‘তাফসীর’ গ্রনে'র পর্যালোচনা। হযরত মাওলানা মুফতী শফী রাহ.-এর উপদেশ ও অনুপ্রেরণায় লেখক তা রচনা করেন। এপ্রিল ২০০৩ পর্যন- এই কিতাবের নয়টি এডিশন প্রকাশিত হয়। পৃষ্ঠা সংখ্যা : ১৮২। ১২. ‘ইযালাতুর রায়ব আন আকীদাতি ইলমিল গায়ব’ একমাত্র আল্লাহ তাআলাই আলিমুল গায়ব। এই অকাট্য ইসলামী আকীদা কুরআন-সুন্নাহ্ ও আছারে সাহাবা দ্বারা প্রমাণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে এ বিষয়ে ছড়ানো বিভ্রানি- ও প্রতারণার অপনোদন এ কিতাবের বিষয়বস'। রচনার সমাপ্তিকাল ১৩৭৯ হিজরী, মোতাবেক ১৯৫৯ ঈসায়ী। ২০০৪ পর্যন- এর আটটি সংস্করণ প্রকাশিত হয়েছে। পৃষ্ঠা সংখ্যা ৫৩৬। ১৩. ‘ইযহারুল আয়ব ফী কিতাবি ইছবাতি ইলমিল গায়ব’ ‘ইযালাতুর রায়ব’ প্রকাশিত হওয়ার বহু বছর পর একজন বেরেলভী আলিম ‘ইছবাতু ইলমিল গায়ব’ নামে কিতাব লিখেছিলেন। এর জবাবে উপরোক্ত কিতাবটি লিখিত হয়েছে। নভেম্বর ২০০১ ঈসায়ীতে এর দ্বিতীয় এডিশন প্রকাশিত হয়। পৃষ্ঠা সংখ্যা : ২৩৮। ১৪. ‘ইবারাতে আকাবির’ আকাবিরে দেওবন্দের উপর বিভিন্ন মিথ্যা অপবাদ আরোপের জন্য তাদের যেসব বক্তব্য বেরেলভীগণ কাটছাট ও বিকৃত করে সাধারণ মানুষের সামনে উপস'াপন করে থাকে তার দলীলভিত্তিক পর্যালোচনা। ১৫. ‘মাকামে আবী হানীফা রাহ.’ ফিকহ ও ফুকাহার মর্যাদা ও গুরুত্ব, সাহাবাযুগ ও পরবর্তী যুগে ফিকহ ও ফুকাহা, ফিকহ ও হাদীসের ক্ষেত্রে কুফা নগরীর বৈশিষ্ট্য, ফিকহ, হাদীস, ইলমে কালাম ও অন্যান্য বিষয়ে ইমাম আবু হানীফার উচ্চতর মাকাম এবং ইমাম আবু হানীফা ও ফিকহে হানাফী বিষয়ে বিভিন্ন অপপ্রচারের জওয়াব এই কিতাবের বিষয়বস'। ১৬. ‘ত্বায়েফায়ে মানছূরাহ’। গায়রে মুকাল্লিদদের একটি গোড়া শ্রেণী, যারা আইম্মায়ে মুজতাহিদীনের অনুসারী, বিশেষত হানাফী মাযহাবের অনুসারীদেরকে গোমরাহ, বাতিল ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআ থেকে খারিজ বলে আখ্যা দিয়ে থাকে তাদের অপবাদ খণ্ডন করে লিখিত। নির্ভরযোগ্য উদ্ধৃতি ও দলীলের আলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পরিচিতি ও বৈশিষ্ট্য, আইম্মায়ে মুজতাহিদীনের অনুসারীদের হাদীস শরীফ চর্চা ও অনুসরণ এবং গায়রে মুকাল্লিদদের বিভিন্ন বিভ্রানি- ও অসার দাবির পর্যালোচনা এই কিতাবের বিষয়বস'। পৃষ্ঠা সংখ্যা : ১৪৮ ১৭. ‘আলকালামুল মুফীদ ফী ইছবাতিত তাকলীদ’ নাম থেকেই বিষয়বস' বোঝা যাচ্ছে। ১৪০৪ হিজরীতে এ কিতাবের কাজ সমাপ্ত হয়। পৃষ্ঠা সংখ্যা : ৩৪১ ১৮. ‘আহসানুল কালাম ফী তরকিল কিরাআতি খালফাল ইমাম’ কিতাবটির বিষয়বস' ইমামের পিছনে মুকতাদীর কুরআন পাঠ। এই সুবৃহৎ কিতাবটির পৃষ্ঠা সংখ্যা ৬০৭। রচনার সমাপ্তিকাল ১৪০৯ হিজরী মোতাবেক ১৯৮৮ ঈসায়ী। অক্টোবর ২০০২ ঈসায়ী পর্যন- এর আটটি এডিশন প্রকাশিত হয়েছে। ১৯. ‘উমদাতুল আছাছ ফী হুকমিত তালাকাতিছ ছালাছ’ এক মজলিসে বা এক শব্দে তিন তালাক দেওয়া হলেও তা তিন তালাকই গণ্য হয়। কুরআন মজীদ, সহীহ হাদীস, আছারে সাহাবা এবং ফুকাহা ও মুহাদ্দিসীনের সিদ্ধানে-র আলোকে উপরোক্ত মাসআলার প্রামাণিক উপস'াপন এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিভ্রানি-র পর্যালোচনা-এই কিতাবের বিষয়বস'। রচনার সমাপ্তিকাল ১৩৮৭ হিজরী মোতাবেক ১৯৬৮ ঈসায়ী। সেপ্টেম্বর ২০০২ ঈসায়ী পর্যন- এর পাঁচটি এডিশন প্রকাশিত হয়েছে। পৃষ্ঠা সংখ্যা : ১২৮ ২০. ‘ইরশাদুশ শী’আহ’ শীয়া, ইমামিয়্যাহ ও জনাব খোমেইনীর কিছু মৌলিক আকীদা ও বিশ্বাস এবং কিছু ফিকহী মাসায়েলের প্রামাণিক পর্যালোচনা। শীয়া মতবাদের অনুসারীরা যেন এইসব বিষয়ে পুনরায় চিন-া-ভাবনা করেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারীরাও সেসব বিষয়ে সচেতনতা অর্জন করেন এই চিন-া থেকে কিতাবটি রচিত হয়েছে। রচনার সমাপ্তিকাল ৩ জুমাদাল উলা ১৪০৮ হিজরী মোতাবেক ২৫ ডিসেম্বর ১৯৮৭ ঈসায়ী। অক্টোবর ১৯৯২ ঈসায়ী পর্যন- এর তিনটি এডিশন প্রকাশিত হয়েছে। পৃষ্ঠা সংখ্যা : ২১৩। ২১. ‘ছিরফ এক ইসলাম ব-জওয়াবে দো ইসলাম’ মুনকিরে হাদীস গোলাম জীলানী বারক সাহেবের রচনা ‘দো ইসলাম’-এর পর্যালোচনা। গবেষণার নামে সহীহ হাদীস সম্পর্কে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান- ও সন্দিহান করার অপপ্রয়াসের জওয়াবে উপরোক্ত কিতাবটি রচিত হয়েছে। রচনার প্রেক্ষাপট অত্যন- ঈমান উদ্দীপক। খতমে নবুওত আন্দোলনের ‘অপরাধে’ নিউ সেন্ট্রাল জেল মুলতানে অন-রীণ থাকা অবস'ায় (১৩৭৩ হি.) লেখক এই কিতাব রচনা করেছিলেন। জুলাই ২০০২ পর্যন- এর ছয়টি এডিশন প্রকাশিত হয়েছে। পৃষ্ঠা সংখ্যা : ২০৮। (চলবে ইনশাআল্লাহ)

 

advertisement