যিলহজ্ব ১৪২৯   ||   ডিসেম্বর ২০০৮

নির্বাচনে টাকার খেলা ও গালাগালি বন্ধ রাখুন

তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের একটি তারিখ ঘোষণা হয়েছে। আর কদিন পরই নির্বাচন। দেশের মানুষ প্রত্যেক নির্বাচনেই ভালো মানুষের বিজয় দেখতে চায়। কিন্তু বিভিন্ন কারণে এটা হয় না।  একটা কারণ হল নির্বাচনে পাশ করার জন্য যত টাকা খরচ করতে হয় তত টাকা সাধারণত কোনো ভালো মানুষের থাকে না। আরেকটা কারণ হল, যে দলগুলোর প্রার্থী ও মার্কার দিকে মানুষের বেশি নজর থাকে তারা সব আসনে ভালো লোককে মনোনয়ন দেন না। ফলে খারাপ লোকেরাই ঘুরেফিরে প্রভাবশালী হয়ে আমাদের শাসন করে।

নির্বাচনের সময় একপ্রার্থী আরেক প্রার্থীকে গালাগালি ও দোষারোপ করার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এর কারণে মানুষের মধ্যে অন্যের ভুলত্রুটি নিয়ে চর্চা করার অভ্যাসটা আরো বেড়ে যায়। অথচ এটা মারাত্মক গোনাহ ও ক্ষতিকর কাজ। সামনের নির্বাচনে এই খারাপ জিনিসগুলো না ঘটলে দেশের বহুত ফায়দা হবে।

আবুল কালাম

ফুলপুর, ময়মনসিংহ

 

 

advertisement