সফর ১৪৩৬   ||   ডিসেম্বর ২০১৪

আরেকটি ভুল উচ্চারণ : মুআজ্জিম বা মুআজ্জেম

যিনি আযান দেন তাকে মুআয্যিন বলে। কিন্তু কিছু মানুষ এ শব্দটি উচ্চারণ করেন এভাবে -‘মুআজ্জিম’ শেষে ‘ম’ (আরবীতে ‘মীম’) দিয়ে। এটি এ শব্দের ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হল, ‘মুআয্যিন’।

            আযান শব্দ থেকেই মুআয্যিন শব্দটি এসেছে। আযান শব্দটির শেষে যেমন ‘ন’ (আরবীতে ‘নূন’) তেমনি মুআয্যিন শব্দের শেষেও ‘ন’ (আরবীতে ‘নূন’) হবে। সুতরাং মুআজ্জিম না বলে বলতে হবে মুআয্যিন। 

 

 

advertisement