একটি ভুল উচ্চারণ : এস্তেমা বা ইস্তেমা
ইজতেমা। এটি আরবী اجتماع শব্দের বাংলা উচ্চারণ। অনেক মানুষকে দেখা যায় তারা ইজতেমা-কে এস্তেমা বা ইস্তেমা উচ্চারণ করেন বা লেখেন। এটি ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হল, ইজতেমা বা ইজতিমা।
ইজতেমা অর্থ সমবেত হওয়া। আর ইস্তেমা অর্থ হল, মনোযোগ সহকারে শোনা।