একটি বলার ভুল
...ইন্নি কুনতুম মিনায যলিমীন
দুআ ইউনুসের সহীহ পাঠ হল, ‘লা ইলা-হা ইলা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যলিমীন।’ (আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি। নিশ্চয় আমি অপরাধী।) কিন্তু কিছু কিছু মানুষকে বলতে শোনা যায় বা বিভিন্ন গাড়িতে লেখা দেখা যায়, তারা এ বাক্যের ‘ইন্নি কুনতু মিনায যলিমীন’-এর স্থলে ‘ইন্নি কুনতুম মিনায যলিমীন’ বলে বা লেখে, যা ভাষাগতভাবে ভুল। আর দুআটি যেহেতু কুরআন মাজিদের অংশ তাই এ ভুল আরো মারাত্নক। ‘ইন্নি কুনতু মিনায যলিমীন’ অর্থ হল, নিশ্চয় আমি অপরাধী। আর ‘ইন্নি কুনতুম মিনায যলিমীন’-এর অর্থই মেলে না, এর এক রকম অর্থ দাঁড়ায়- নিশ্চয় আমি তোমরা অপরাধী। সুতরাং এ বাক্যটি সহীহভাবে বলা জরুরি।